ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। রোববার দিনব্যাপী দেখা যায়নি সূর্যের মুখ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা অনুযায়ী শৈত্যপ্রবাহের মাত্রা মৃদু থেকে মাঝারীর মধ্যে থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। উপরন্তু জেলায় ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকায় স্থবির হয়ে পরে জন-জীবন। সাধারণ মানুষ থরখুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।

ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ব্যহত হওয়ায় সড়ক-মহাসড়কগুলোতে যানবাহনগুলো হেড লাইট জালিয়ে চলাচল করে। এদিকে তীব্র শীতের হাত থেকে শিশু ও বৃদ্ধদের রক্ষা করতে গরম কাপড় পড়াসহ বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কেআই/আরকে