ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার

দুর্দান্ত এক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ত্রিশ মিনিটেও জালের দেখা পেল না কেউ। শেষ পর্যন্ত টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় আতলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদকে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে দু’দলই গোলের ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর পেনাল্টি শুটআউটে ম্যাচ জিতে নেয় জিনেদিন জিদানের শিষ্যরা।

এটি রিয়ালের একাদশ স্প্যানিশ সুপার কাপ। তবে সর্বোচ্চ ১৩ বার জিতেছে বার্সেলোনা। টাইব্রেকারে চারটি শট নিয়ে সবকটিতে গোলের দেখা পায় রিয়াল।

দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হিসেবে প্রথম শিরোপার স্বাদ পেলেন জিনেদিন জিদান। সাবেক ফরাসি কিংবদন্তি ফুটবলারের অধীনে এই নিয়ে দশম শিরোপা জিতল ইউরোপের সফলতম দলটি।

একে//