ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফসিউল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪১ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার | আপডেট: ০২:৪৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার

প্রাথমিক শিক্ষা অধিদফতরে মহাপরিচালক (গ্রেড-১) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের সদস্য হিসেবে ১৯৯১ সালে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন। চাকরিজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে উপপরিচালকের দায়িত্ব পালন করেন।

একে//