ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

‘বঙ্গবন্ধুর ম্যুরাল’ বসবে চট্টগ্রামের সিআরবি গোলচত্বরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার | আপডেট: ১০:৪৭ এএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) গোল চত্বর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল বসানো হবে।

রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি আজ এখানে বঙ্গবন্ধুর ম্যুরালটি স্থাপনের জায়গা পরিদর্শন করেন। এসময় রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী সবুক্তগীন, প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, রেলওয়ের অর্থায়নে বঙ্গবন্ধুর ম্যুরালটি স্থাপন করা হবে। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি ডিজাইন দেখেছি। বঙ্গবন্ধুর আকর্ষণীয় একটি ম্যুরাল এখানে স্থাপন করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ম্যুরালটি স্থাপন করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, পাশেই আন্তর্জাতিক মানের রেডিসন ব্লু হোটেল। দেশি-বিদেশি অতিথিরা সিআরবিতে ঘুরতে আসেন। তাই সিআরবিকে সিঙ্গাপুরের মতো একটি সুন্দর জায়গায় রূপান্তর করতে চাই। বাসস

এসি