ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

এনআরসি-এনপিআর বাতিলের প্রস্তাব বিরোধী বৈঠকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৯:৫৮ এএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের পাশাপাশি এনআরসি-এনপিআর বাতিলের প্রস্তাব উঠেছে ভারতের ২০ বিরোধী দলের বৈঠকে।

সোমবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ডাকা এ বৈঠকে বড় আন্দোলনের ডাক এসেছে। বৈঠকে যোগ না দিলেও বিরোধীদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।

মোদি সরকারের বিতর্কিত নাগরিকত্ব আইন, নাগরিকপঞ্জিসহ একাধিক ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মপন্থা ঠিক করতে দিল্লিতে বৈঠক করে ভারতের বিরোধী দলগুলো।

প্রস্তাবে উল্লেখ করা হয়, এনআরসির ধাপই হচ্ছে এনপিআর। সিএএ, এনপিআর, এনআরসি অসাংবিধানিক প্রক্রিয়া। এসব বিভাজনমূলক আইন বন্ধের আহ্বান জানান নেতারা।

বৈঠক শেষে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, দেশের আর্থিক অবস্থা থেকে নজর ঘোরানোর জন্য বিভাজন তৈরি করছে সরকার।

সীতারাম ইয়েচুরি, ডি রাজা, শরদ পাওয়ার, হেমন্ত সোরেনসহ উপস্থিত প্রত্যেক বিরোধী নেতাই বৈঠক শেষে বলেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করা হবে।

দিল্লিতে যখন বিরোধী দলগুলোর বৈঠক চলছে, তখন ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের সভায় ভাষণ দেন মমতা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

একে//