ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

না ফেরার দেশে চলে গেলেন বিশ্বের সবচেয়ে সফল মিউজিশিয়ান স্যার জর্জ মার্টিন

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ৯ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৭:৫৩ পিএম, ৯ মার্চ ২০১৬ বুধবার

না ফেরার দেশে চলে গেলেন বিশ্বের সবচেয়ে সফল মিউজিশিয়ান স্যার জর্জ মার্টিন। ৮ ই মার্চ ৯০ বছর বয়সে লন্ডনের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মেধা আর সৃজনশীলতায় বিশ্ব সংগীতে বৃটিশ ব্যান্ড বৃটলস’কে নিয়ে গিয়েছিলেন অন্যরকম এক উচ্চতায়। আর তাই প্রতিষ্ঠাকালীন সদস্য না হয়েও তার উপাধি ‘ফিফথ বৃটলস’। বিশ্বের সবচেয়ে সফল সংগীত পরিচালক হিসেবে নাম উঠে আসে গিনেজ ওয়াল্ড রেকর্ডে। এমন কালজয়ী আর জনপ্রিয় কয়েকশ’ গানের ¯্রষ্টা জর্জ মার্টিন। ৬ দশকেরও বেশী সময়ের সক্রিয় ক্যারিয়ারে বৃটলস ছাড়াও কাজ করেছেন বিখ্যাত আরো কয়েকটি ব্যান্ডে। তিনি একাধারে সংগীত পরিচালক, সংগঠক, লেখক ও প্রযোজক। ১৯৯৬ সালে নাইট উপধিতে ভূষিত হন এই পপস্টার। মাত্র ৫ বছর বয়সে একটি পিয়ানো কিনে দেয়া হয় শিশু মার্টিনকে। সেই থেকে মিউজিককে মেখে নিয়েছিলেন ধমনীতে। সম্পূর্ণ জীবন ব্যায় করেছেন মিউজিক নিয়েই। বৃটিশ গায়ক হয়েও তিনি সমানভাবে জনপ্রিয় যুক্তরাষ্ট্রে। বিখ্যাত জেমস বন্ড সিরিজের ৩টি মুভির থিমেই রয়েছে তার অবদান। তার মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। বৃটলসের ড্রামার রিঙ্গোস্টার এক টুইট বার্তায় প্রথম নিশ্চিত করেন এ মহানায়কের মৃত্যুর খবরটি। এক টুইট বার্তায় বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে সংগীতাঙ্গনের মহানায়ক বলে আখ্যায়িত করেছেন।