ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

মৌলভীবাজারে কলেজছাত্রীসহ দুই তরুণী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

দেশব্যাপি নারী নির্যাতন ও মৌলভীবাজারে কলেজছাত্রীসহ দুই তরুণী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা শাখা।

আজ দুপুরে শহরের চৌমোহনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপত্বি করেন ছাত্র ইউনিয়নের সভাপতি শুবিনয় রায় শুভ। মারুফ হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সদস্য জাবেদ ভুঁইয়া, ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক পিনাক দেব ও ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াৎ। 

এসময় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সামাজিক অবক্ষয় বাড়ছে। যার কারণে নারী নির্যাতন ধর্ষণ খুনের মতো ঘটনা বেড়েই চলছে। এই জন্যেই এ ধর্ষণ। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

গত মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারে এক কলেজ ছাত্রীসহ দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। এই ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

আরকে//