সিটি নির্বাচন পেছাতে ঢাবি শিক্ষকদের আহ্বান
ঢাবি সংবাদদাতা
প্রকাশিত : ১১:৫১ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ঢাকার দুই সিটি করপোরেশন ভোট গ্রহণের তারিখ পুনঃনির্ধারণের বিষয়টি বিবেচনার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক ড. মো. নিজামূল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ৩০ জানুয়ারি নির্বাচনের দিন বিদ্যার দেবী শ্রী সরস্বতী দেবী পূজা অনুষ্ঠিত হবে। এই পূজায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। ভোটের দিন পূজা অনুষ্ঠিত হওয়ার তারিখ থাকায় তা জনমনে ক্ষোভের জন্ম দিয়েছি। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভোটকেন্দ্র হওয়ায় পূজা ও ভোটদান কোনোটিই সুষ্ঠুভাবে পালন করা সম্ভব নয়।
বিবৃতিতে অারও বলা হয়, এমন অবস্থায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই আমরা আশা করব, নির্বাচন কমিশন নির্বাচনের তারিখটি পুনঃনির্ধারণের বিষয়টি বিবেচনা করবে।
আরকে//