ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে বিজয়ী কুড়িগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

জাতির জনক বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও কুড়িগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় শনিবার বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় দিনাজপুর ফুটবল অ্যাসোসিয়েশনকে (১-০) গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশন। 

প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে নান্দনিক খেলা উপহার দেয় দুটি দলই। প্রথমার্ধের শেষ দিকে দর্শকদের মাতিয়ে দিনাজপুরের জালে কাঙ্খিত গোল করে কুড়িগ্রামকে এগিয়ে দেন স্ট্রাইকার মুরাদ। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি দিনাজপুর জেলা দল।

এর আগে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানষ দাস ধলু প্রমুখ।

কেআই/আরকে