ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

কর্মের মধ্য দিয়ে অনন্তকাল বেঁচে থাকবেন গুণী নির্মাতা খালিদ মাহমুদ মিঠু

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ৯ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৮:১০ পিএম, ৯ মার্চ ২০১৬ বুধবার

কর্মের মধ্য দিয়ে অনন্তকাল বেঁচে থাকবেন গুণী নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে এ’কথা বলেন বিশিষ্টজনেরা। তার মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনে শূণ্যতার সৃষ্টি করেছে বলেও জানান তারা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় খালিদ মাহমুদ মিঠুকে। nirmata mithuখালেদ মাহমুদ মিঠু গুণী শিল্পী, নির্মাতা। দেশপ্রেম, মানরপ্রেম ফুটে উঠেছে তার প্রতিটি কর্মে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা বললেন, তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি উজ্জ্বল আলো নিভে গেলো। তবে, গাছ চাপা পড়ার মতো এমন করুণভাবে আর যাতে কাউকে চলে যেতে না হয়, সেজন্য সিটি কর্পোরেশনসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মিঠুর পরিবারের সদস্যরা। পরে, নামাজে জানাজার জন্য খালিদ মাহমুদ মিঠুর মরদেহ নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে।