ফরিদপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
ফরিদপুরে আগুনে পুড়ে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের আজাদ মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের আজাদ মোল্লার স্ত্রী আলেয়া বেগম (৩৮) ও তাদের শিশুকন্যা আদুরী (৫)।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, রাত প্রায় ১০ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রত বাড়ির ৩টি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা মা আলেয়া এবং শিশু আদুরী মারাত্মক অগ্নিদগ্ধ হয়। শরীরের প্রায় সব অংশই ঝলছে যাওয়ায় রাতেই আলেয়ার মৃত্যু হয়। পরে ভোররাতে শিশু আদুরীকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে বাড়িতে থাকা তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে আলেয়া বেগমের মৃত্যু হয়। আহত হয় পাঁচ বছরর শিশু আদুরী। প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় নেয়ার পথে আদুরীর মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।’
এ ব্যাপারে আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু বলেন, ‘আমি ঢাকায় ছিলাম, রাতেই খবর পেয়েছি। ইউপি সদস্যরা পরিবারটির পাশে রয়েছেন এবং সার্বিক খোজ খবর রাখছেন।’
এআই/