ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অভিযোগ ‘নির্লজ্জ, বেআইনি’: ট্রাম্পের আইনি দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়াটি গণতন্ত্রের ওপর একটি বিপজ্জনক আক্রমণ বলে মন্তব্য করেছেন তার আইনজীবীরা।

ছয় পৃষ্ঠার নথিতে ট্রাম্পের আইনজীবীরা বলেন, অভিশংসন সংক্রান্ত নিবন্ধগুলো কোনও অপরাধের অভিযোগ তুলতে ব্যর্থ হয়েছে। ডেমোক্র্যাটরা অভিশংসন প্রক্রিয়াটির জন্য তাদের সংক্ষিপ্ত আবেদন করার পরপরই প্রতিক্রিয়াটি এলো।

আগামী সপ্তাহে বিচারকাজ শুরু হবে। ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে অভিশংসনের এ উদ্যোগ নেয়া হয়। এর আগে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। এবার, উচ্চকক্ষ সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে তাকে।

একে//