ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

হুথিদের হামলায় সৌদি সমর্থিত ৬০ সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের হামলায় সৌদি সমর্থিত অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছেন। তবে এসব সেনা কোন দেশের নাগরিক তা পরিষ্কারভাবে জানা যায়নি। খবর পার্সটুডে’র।

শনিবার রাতে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হুথি যোদ্ধারা আরব জোটের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালে এসব সেনা নিহত হন। ইয়েমেনের মা’রিব প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।

বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমসহ নানা সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে যে, হুথিদের হামলা ৬০ জনের বেশি সেনা নিহত হয়েছে এবং মা’রিবের সামরিক হাসপাতাল থেকে আহতদের চিকিৎসার জন্য রক্ত দেয়ার আবেদন জানানো হয়।

তবে হামলার ব্যাপারে আরব জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়া হয়নি। যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে এটি হবে আরব জোটের জন্য সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। ইয়েমেনের হাসপাতালে সূত্রগুলো বলছে, হামলায় অন্তত ৪৫ সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

একে//