মসজিদে নামাজরত অবস্থায় বোমা হামলা, নিহত শতাধিক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার
ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র হামলার চিত্র
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিবের একটি মসজিদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা একশ ছাড়িয়েছে। আহত হয়েছে বহু সংখ্যক। এ হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে। যদিও গোষ্ঠীটি এ হামলার দায় স্বীকার করেনি।
সরকারি কর্মকর্তাদের বরাত আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি ও মিডল ইস্ট আই।
দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম দুটি জানায়, রাজধানী সানার প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে মারিব প্রদেশে সামরিক ক্যাম্পের একটি মসজিদে মাগরিবের নামাজ চলার সময় হুথিরা এ হামলা চালায়।
সেনা মুখপাত্র জানান, নিহতদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে। হুথিদের এ হামলার কঠোর জবাব দেওয়া হবে।
হতাহতদের মারিব নগর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে হাসপাতাল সূত্র সেখানে ৮৩ জনের মৃত্যু এবং ১৪৮ জন আহত হওয়ার তথ্য জানিয়েছিল।
এদিকে, এক টুইটার বার্তায় ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা মসজিদে হুথি মিলিশিয়াদের এ সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই। তবে হুথিরা এখনও এ হামলার দায় স্বীকার করেনি।
এনএস/