এনআরসির বিরুদ্ধে শিগগিরই প্রস্তাব পাস: মমতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৩ এএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
জনসংখ্যা নিবন্ধীকরণ (এনপিআর) নাগরিকত্ব সংশোধনীর (এনআরসি) প্রথম ধাপ উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শিগগিরই বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব পাস করা হবে।
তিনি বলেন, ‘আমরা এর আগে এনপিআরের বিরুদ্ধে বিধানসভায় একটি প্রস্তাব পাস করেছি। এবার আগামী তিন থেকে চার দিনের মধ্যেই নাগরিকত্ব আইনের বিরুদ্ধেও একটি প্রস্তাব পাস করব।’
মঙ্গলবার (২১ জানুয়ারি) শিলিগুড়িতে এনআরসির বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। খবর এনডিটিভির।
মমতা বলেন, ‘এনআরসি বাতিলের পক্ষে আসন্ন প্রস্তাব পাসে সব রাজ্যকে রাজি করাতে সবধরনের প্রচেষ্টা চালানো হবে। প্রতিবেশী রাজ্যগুলোকে এ ব্যাপারে বিজেপি থেকে সতর্ক থাকতে হবে।’
সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘উত্তর-পূর্বসহ দেশের সমস্ত অঞ্চলে বিজেপি শাসিত রাজ্যগুলোয় এনপিআরের ফর্মে ঠিক কী কী তথ্য দেওয়া আবশ্যক সে সম্পর্কে আগে জানুন, তারপরে জনসংখ্যা নিবন্ধীকরণ সংক্রান্ত কাজ শুরু করুন। আমি ত্রিপুরা, আসাম, মণিপুর এবং অরুণাচলসহ বিরোধী দল-শাসিত সমস্ত রাজ্যগুলোর সরকারকে এই আইনটি যথাযথভাবে জানতে এবং এনপিআর ফর্মে কোনও ব্যক্তি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়ার আগে তা বিবেচনার অনুরোধ জানিয়েছি।’
এনপিআরের ফর্মে যে জায়গায় কোনো ব্যক্তির বাবা-মায়ের জন্ম সংক্রান্ত বিবরণ দেওয়ার কথা বলা হয়েছে তা বাধ্যতামূলক নয়, গণমাধ্যম সূত্রে এ কথা জানতে পেরেছেন বলেও জানান মমতা।
এনপিআরের ফর্ম না বদলালে তিনি এই কাজ এগোনোর ব্যাপারে অনুমতি দেবেন না বলেও সাফ জানিয়ে দেন তৃণমূলের এই নেত্রী।
আই/