রাজনীতিবিদ ঈসা খানের মৃত্যুবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০২ এএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার
বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী এবং আশুগঞ্জের আলাল শাঁ উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ঈসা খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। আশির দশকের শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করেন তিনি। তবে বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ছাত্রশিবিরের রোষানলে পড়ে শিক্ষাজীবন অসমাপ্ত রেখেই তাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে আসতে হয়। পরে উচ্চতর শিক্ষাগ্রহণ করেন এবং নিজ এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন।
আজীবন বৈপ্লবিক রাজনীতিতে বিশ্বাসী এই মানুষটির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ আশুগঞ্জের রওশন আরা জলিল উচ্চবিদ্যালয় মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভা উদযাপন পরিষদের সদস্য সচিব শাহিন সিকদার সভায় ঈসা খানের গুণগ্রাহীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এসএ/