লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল কলেজ ঘেষা ইট ভাটার দুষনে ব্যাহত হচ্ছে শিক্ষাদান
প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ১২:০৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার
লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল কলেজ ঘেষা ইট ভাটার দুষনে ব্যাহত হচ্ছে শিক্ষাদান। সেই সঙ্গে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। এছাড়া ভবন সংকট ছাড়াও নানা সমস্যার কথা জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রামগঞ্জ মডেল কলেজের সঙ্গেই পাটোয়ারি ব্রিকস। সারাক্ষনই উড়ছে ধুলাবালি। চিমনির ধোয়া আর ছাই অহরহই ঢুকছে ক্লাসরুমে। আর কলেজ ক্যাম্পাসে ঘুরছে ভাটার মাটি বোঝাই ট্রাক। ফলে অসুস্থ্য হয়ে পড়ছে শিক্ষার্থীরা।
পরিবেশ দুষণ ছাড়াও ভবন ও নানা সরঞ্জাম সংকটের কথা জানালেন শিক্ষকরা।
ইট ভাটার লাইসেন্স বাতিল-সহ কলেজের সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার আশ্ব্াস দিলেন জেলা প্রশাসক।
ইট ভাটা সরিয়ে ফেলা-সহ রামগঞ্জ মডেল কলেজের চলমান সমস্যা দ্রুত সমাধানের দাবি এলাকাবাসীর।