ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

ফরিদপুরে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে ব্রিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার

ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার শাখা নদীর উপরে নব নির্মীত ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। ফলে শহরের সাথে নর্থচ্যানেল ইউনিয়নে যোগাযোগের একমাত্র মাধ্যম নবনির্মীত ব্রিজটি হুমকির মুখে পড়েছে।

ফরিদপুরের সদর উজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী গ্রামের প্রবেশমুখে নবনির্মীত ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বেশ কয়েকদিন ধরে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। আর এ বালু উত্তোলনের কারনে বর্তমানে হুমকির মধ্যে রয়েছে চরবাসীর একমাত্র মাধ্যম ব্রিজটি। 

স্থানীয় এলাকাবাসী মনে করছেন ব্রিজের নিচ থেকে যেভাবে বালু উত্তোলন করছে তাতে করে যে কোন সময়ে হুমকির মধ্যে পড়তে পারে ব্রিজটি। ব্রিজটি হুমকির মধ্যে পড়লে সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল ও চর মাধবদিয়া ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। 

এদিকে, ব্রিজ রক্ষার্থে বালু উত্তোলনকারীদের ব্যাপারে আইনগত ব্যাবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক।

কেআই/আরকে