ফিলিস্তিনের বিরুদ্ধে চার যুদ্ধ চালাচ্ছে ইসরাইল: শতায়েহ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার
ফাইল ছবি
ইসরাইল ফিলিস্তিনের বিরুদ্ধে একসঙ্গে চারটি যুদ্ধ চালাচ্ছেন বলে বলেছেন ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ।
তিনি বলেন, অবৈধ উপশহর নির্মাণের মাধ্যমে ভৌগোলিক যুদ্ধ, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের মাধ্যমে জনসংখ্যাগত যুদ্ধ, ফিলিস্তিনিদের সম্পদ জব্দের মাধ্যমে অর্থনৈতিক যুদ্ধ এবং বায়তুল মুকাদ্দাসে হামলার মাধ্যমে ইসলামি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ইহুদিবাদীরা।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ আরও বলেন, ইহুদিবাদীরা দারিদ্র ও বেকারত্ব সমস্যাও বাড়ানোর চেষ্টা করছে। পূর্ব জেরুজালেমের উপকণ্ঠে ওয়াদি আল-হোমস এলাকার ফিলিস্তিনি ঘরবড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে ইসরাইল আন্তর্জাতিক সব চুক্তি লঙ্ঘন করেছে বলে তিনি জানান।
সেখানে ধ্বংসযজ্ঞ চালানোর আগে ফিলিস্তিনি নাগরিকদেরকে তাদের বসতভিটা থেকে তাড়িয়ে দেয় ইসরাইলি সেনারা।
তিনি বলেন, ইসরাইল গোটা পশ্চিম তীরকেই দখলে নিতে চায়। তারা পশ্চিম তীরে কোনো ধরণের উন্নয়ন চালাতে দিচ্ছে না।
এসি