ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

রমিজের চোখে ‘বিপজ্জনক’ যে তিন টাইগার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৩৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

রমিজের চোখে ‘বিপজ্জনক’ যে তিন টাইগার

রমিজের চোখে ‘বিপজ্জনক’ যে তিন টাইগার

অনেকটা তারুণ্য নির্ভর একটি দল নিয়েই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গেছে বাংলাদেশ দল। সাকিব-মুশফিক না থাকায় অভিজ্ঞতার পাল্লাটা একটু হালকা হলেও ধারাভাষ্যকার রমিজ রাজার মতে, এই দলে যারা আছেন তাদের মধ্যে থেকে অভিজ্ঞ ক্রিকেটাররাই হুমকি হতে পারেন পাকিস্তানের জন্য।

ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজ নিয়ে আলোচনাকালে দুই দল থেকে তিনজন করে ক্রিকেটারকে বেছে নিয়েছেন রমিজ। যারা কিনা প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারেন। বাংলাদেশ দল থেকে তার বেছে নেয়া তিনজন হলেন- অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

রমিজের ভাষায়, ‘মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও অধিনায়ক মাহমুদউল্লাহকে সামলানো পাকিস্তানের জন্য কষ্টকর হবে। এই তিনজনের ওপর আমাদের কড়া নজর রাখতে হবে।’

কাটার মাস্টারকে নিয়ে রমিজ বলেন, ‘মোস্তাফিজের ভেতরে একটা ব্যাপার আছে, সে তরুণ ও খুবই তেজময়। তার পরিসংখ্যানও দুর্দান্ত। তার পেসে বৈচিত্র্য আছে এবং সে কারণে সিম ডেলিভারিগুলোও দারুণ হয়। বাঁহাতি হওয়ায় সে তার জায়গা থেকে সুবিধা পায়। সে একটা পরিপূর্ণ প্যাকেজ ও পরিপূর্ণ বোলার। তার ভালো খেলা বাংলাদেশের জয়ের সুযোগ তৈরি করে দিতে পারে।’

পাশাপাশি তামিমের আক্রমণাত্মক খেলার প্রশংসা করে সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘তামিম ইকবাল একজন অভিজাত বাঁহাতি ব্যাটসম্যান। সে অভিজ্ঞ ও স্পিন খুবই ভালো খেলে। ভালো আক্রমণ করতে পারে। টি-টোয়েন্টি খেলায় শুরুটা খুব গুরুত্বপূর্ণ। সে সাধারণত দলকে ভালো শুরু এনে দেয়। যদি সে পরিকল্পনামাফিক এগোতে পারে, তাহলে পাকিস্তানের জন্য বড় সমস্যা সৃষ্টি করতে পারবে।’

রমিজের মতে, অধিনায়কত্বের ভার রিয়াদকে আরও ভালো পারফর্মে উদ্বুদ্ধ করতে পারে। তাছাড়া একজন অভিজ্ঞ ব্যাটসম্যান হিসাবে ম্যাচের গতি পরিবর্তন করার ক্ষমতা আছে বাংলাদেশ অধিনায়কের।

পাকিস্তানের এই ক্রিকেট ভাষ্যকার বলেন, ‘মাহমুদউল্লাহের ফর্ম বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধিনায়কত্ব ছাড়াও, একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসাবে সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তার অভিজ্ঞতাই তাকে নাম কুড়াতে সাহায্য করেছে। নেতৃত্বের কারণে অনেকের ব্যক্তিগত পারফর্ম আরও ভালো হয় এবং আমি তার কাছে থেকে সেটাই আশা করি।’

অন্যদিকে, পাকিস্তান থেকে অধিনায়ক বাবর আজম, পেসার শাহিন শাহ আফ্রিদি ও অনভিষিক্ত পেসার হারিস রউফকে বেছে নিয়েছেন রমিজ রাজা। যারা কিনা হুমকি হতে পারেন বাংলাদেশের জন্য।

এনএস/