ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

এক্সিম ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২০ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

এক্সিম ব্যাংকের ২০১৯ সালের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং ২০২০ সালের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে “বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২০” শীর্ষক দিনব্যাপী এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (জানুয়ারী ২৩) হোটেল রেনেসাস ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। সম্মেলনে এক্সিম ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও আঞ্চলিক ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. আব্দুল্লাহ, মো. নুরুল আমিন ফারুক, লেফটেন্যান্ট কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার), খন্দকার মোহাম্মদ সাইফুল আলম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির, শাহ্ মো. আব্দুল বারী এবং শেখ বশীরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের অব্যহত সাফল্যের জন্য সকল ম্যানেজারদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এক্সিম ব্যাংকের এ উন্নয়ন। তিনি বিনিয়োগের জন্য নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করার পরামর্শ দেন।

ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া তাঁর বক্তব্যে ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকুলতা নিয়ে আলোচনা করেন এবং কাঙ্খিত ফলাফল অর্জনের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। 

কেআই/আরকে