সোনামসজিদ সীমান্তে তিনটি স্বর্ণের বার জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের সময় ১৫ লাখ টাকা মূল্যের তিনটি বারসহ মোহাম্মদ আলী (৫০) এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার সকালে সোনামসজিদ জিরো পয়েন্ট দিয়ে ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আলী ফেনীর সদর উপজেলার রামপুর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।
সোনামসজিদ কাষ্টমস গোয়েন্দা বিভাগের সুপার মো. শাহজাজাহান আলী জানান, বৃহষ্পতিবার সকালে সোনামসজিদ জিরো পয়েন্টে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের তল্লাশি চৌকিতে মোহাম্মদ আলীর ব্যাগ তল্লাশি করা হয়। পরে তার পায়ের মোজার মধ্যে লুকানো অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভারতের মালদা শহরে স্বর্ণগুলো পাচারের উদ্দ্যেশে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পার হচ্ছিল বলে জানায়। তিনি আরও জানান, প্রতিটি স্বর্ণ বারের ওজন এক শত প্রাম করে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আরকে//