ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

শিক্ষক আবুল কাশেম এর প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনের অনুজ শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষক মো. আবুল কাশেম-এর প্রথম মৃত্যুবার্ষিকী আগামী শনিবার (২৫ জানুয়ারি ২০২০)। 

ঐদিন বিকেল ৪ টায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দোয়া মাহফিল ও “স্বাস্থ্য সচেতনতা বিষয়ক” সেমিনারের আয়োজন করা হয়েছে। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক মহাসচিব প্রফেসর ডা. কাজী শহীদুল আলম উপস্থিত থাকবেন এবং স্বাস্থ্য বিষয়ে আলোচনা করবেন ।

প্রয়াত মো. আবুল কাশেম-এর বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও সুহৃদদের উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।

আরকে//