সাকিবকে টপকেই ফিরলেন তামিম
নাজমুশ শাহাদাৎ
প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার
তামিম ইকবাল
বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসানকে টপকে আবারও শীর্ষ রান সংগ্রাহকের তকমাটি নিজের দখলে নিলেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৬ ইনিংস খেলে তামিমের সংগ্রহ ১৬৫২ রান। পক্ষান্তরে ৭৬ ইনিংস থেকে সাকিবের সংগ্রহ ১৫৬৭ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। তামিম ইকবাল ৩৯ রানে আউট হলেও নাঈম শেখ ৩০ রানে ক্রিজে আছেন।
এর আগে লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জয় লাভ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলনেতা। এদিন পাঁচ ওপেনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে দুই পাকিস্তানি ক্রিকেটারের। তারা হলেন- হ্যারিস রউফ ও আহসান আলি।
পাকিস্তান একাদশ:
আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হ্যারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
এনএস/