ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ভোট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে: তাবিথ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার

ভোট থে‌কে স‌রি‌য়ে দেওয়ার জন্য হামলাসহ ষড়যন্ত্র করা হচ্ছে ব‌লে অভিযোগ ক‌রে‌ছেন ঢাকা উত্তর সি‌টি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএন‌পি) মেয়র পদপ্রার্থী তা‌বিথ আউয়াল।

আজ শুক্রবার সকালে রাজধানীর মধ্য বাড্ডায় লুৎফুন টাওয়া‌রের সাম‌নে পথসভায় তি‌নি একথা ব‌লেন।

তা‌বিথ ব‌লেন, ‘হেঁটে হঁটে মা-বো‌নের কা‌ছে দোয়া চে‌য়ে‌ছি। তারা চেষ্টা কর‌ছে ভোট থে‌কে আমা‌দের স‌রি‌য়ে দেওয়ার। এজন্য তারা হামলাও কর‌ছে। ভো‌টের মাঠ থে‌কে আমরা পিছু হট‌বো না।’ 

ঢাকাকে সুন্দর করে সাজাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘১ ফেব্রুয়ারি আমরা সবাই ভোটকেন্দ্র যাবো, ধানের শীষ প্রতীকে ভোট দেবো। খালেদা জিয়াকে মুক্ত করতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, সুন্দর-আধুনিক ঢাকা গড়তে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।’ 

এ নির্বাচন গণতন্ত্র ফি‌রি‌য়ে আনার নির্বাচন এবং খা‌লেদা জিয়ার মু‌ক্তির নির্বাচন উল্লেখ করে  ঐক্যফ্রন্টের নেতা ও জেএস‌ডির সভাপ‌তি আ স ম আব্দুর রব বলেন, ‘সরকার ধা‌নের শী‌ষের বিজয় ঠেকা‌তে পার‌বে না। তারা ভয় পে‌য়ে গে‌ছে।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন ‌বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য আমির খসরু মাহমুদ চেীধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

এমএস/এসি