রাজশাহীর পদ্মার চরে যুবককে গলাকেটে হত্যা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার
রাজশাহীর বাঘায় পদ্মার চরে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালি চরের সরিষার ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম জাকির হোসেন (২২)। তিনি ওই গ্রামের খালেক মোল্লার ছেলে। জাকির পেশায় কৃষক। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্য ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জাকির বা তার পরিবারের সঙ্গে কারো বিবাদ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’
নিহতের পিতা আব্দুল খালেক মোল্লা জানান, ‘শুক্রবার শারীরিক অসুস্থতার কথা বলে এশার নামাজের পর ঔষধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় জাকির। এরপর আর বাড়িতে ফেরেনি। রাত সাড়ে ১১টা পর আশাপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। পরে শনিবার সকালে সরিষার ক্ষেতে তার গলাকাটা লাশ পাওয়ায় যা।’
ঘটনার তিনদিন আগে বাদামের ক্ষেত নিয়ে পার্শ্ববর্তী দাদপুর গ্রামের একজনের সঙ্গে তার বিবাদ হয়েছিল বলে জানান তিনি।
এআই/আরকে