শেষ ম্যাচে বড় পরিবর্তনের আভাস!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩১ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার
মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল
প্রথম টি-টোয়েন্টিতে ১৪১ রান তুললেও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু শনিবার দ্বিতীয় ম্যাচে তার লেশমাত্র দেখা গেল না। এদিন প্রথমে ব্যাট করে ১৩৬ রান তোলে টাইগাররা। বাবর আজম, মোহাম্মদ হাফিজরা পরে সহজেই সেই টার্গেট ছুঁয়ে সিরিজ নিশ্চিত করে।
আর তাই সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য তৃতীয় ম্যাচে বড় পরিবর্তনের আভাস দিলেন বাংলাদেশ অধিনায়ক। মাহমুদউল্লাহ বললেন, তৃতীয় ম্যাচে মন খুলে ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। একাদশেও বড় পরিবর্তন আসতে পারে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।
শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এভাবে সিরিজ হেরে আমরা হতাশ। একমাত্র তামিম ছাড়া কেউই ভালো ব্যাটিং করতে পারেনি। এই ম্যাচে আমাদের ১৫০/১৬০ করা উচিত ছিল। তবে পাকিস্তানের বোলারদের কৃতিত্ব দিতেই হবে, তারা খুবই ভালো বোলিং করেছেন।’
সিরিজের শেষ ম্যাচ নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘শেষ ম্যাচের পরিকল্পনা আমরা এখনও করিনি। এমনও হতে পারে আমরা রিজার্ভ বেঞ্চের কয়েকজনকে মাঠে নামিয়ে দিতে পারি। তবে শেষ ম্যাচটা আমরা দাপুটে ক্রিকেট খেলতে চাই এবং জিততে চাই।’
এনএস/