পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় পণ্যের গুনগত মান পরীক্ষায় হিমসিম খেতে হচ্ছে বিএসটিআইকে
প্রকাশিত : ০৫:১২ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৫:১২ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার
পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় পণ্যের গুনগত মান পরীক্ষায় হিমসিম খেতে হচ্ছে বিএসটিআইকে। ১৫৪ পন্যে মধ্যে চট্টগ্রামের বিএসটিআই’র ল্যাবে পরীক্ষা হচ্ছে মাত্র ৬০টি পণ্যের। বাকী পণ্যের পরীক্ষা করতে হচ্ছে ঢাকায়। এ অবস্থায় পণ্যের মাণ নিয়ন্ত্রন নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বিএসটিআই।
চট্টগ্রামের আগ্রাবাদের বিএসটিআইয়ের এই ল্যাবে চাটনি, টমেটো পেস্ট, ড্রিংকিং ওয়াটার, কোল্ড ড্রিংকস, দই, এডিবল জেল, পাস্তুরাইজড ফ্লেভার মিল্ক সহ ৬০টি পণ্য পরীক্ষা করা হচ্ছে। বিএসটিআই’র তালিকায় থাকা ১৫৪টি পণ্যের মধ্যে বাকি পণ্যের নমুনা পরীক্ষা হচ্ছে ঢাকায়।
দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে হওয়ায় প্রতিদিন বন্দরে খালাস হচ্ছে বিপুল পরিমাণ আমদানী করা পণ্য। জনবল সংকট ও আধুনিক ল্যব না থাকায় পণ্যের মান নিয়ন্ত্রন হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তাদের।
পণ্যের গুনগত মান ঠিক রেখে উৎপাদনকারীরা তা বাজারজাত করছে কিনা তা খতিয়ে দেখতে জনবল বাড়ানোর কথা বলেছেন কর্মকর্তারা। পাশাপাশি মনিটরিং কার্যক্রম জোরদার করতে ম্যাজিষ্ট্রেট নিয়োগেরও দাবী জানান।
চট্টগ্রামে বিএসটিআইর আধুনিক ল্যব স্থাপিত হলে, ভোক্তাদের হাতে মানসম্মত পণ্য তুলে দেয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।