কুবিতে সমাবর্তনে কৃত্রিম গেট নির্মাণেও গোজাঁমিল
কুবি সংবাদদাতা
প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৩ বছরেও মূল ফটক নির্মাণ করা হয়নি। সমাবর্তনে কৃত্রিম গেট (আর্টিফিসিয়াল) নির্মাণের আশ্বাস দিলে তাও নির্মাণ করেনি কর্তৃপক্ষ। তবে ফটকের সামনে নামমাত্র ফেস্টুন গেট দেয়া হয়েছে। এ নিয়ে সমাবর্তনে অংশ নেয়া সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের প্রবেশদ্বারে নামমাত্র ফেস্টুন গেট করা হয়েছে। সমাবর্তনে কৃত্রিম গেট নির্মাণ করা হবে বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে আগেই জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু তাহের। কিন্তু সে গেট নির্মাণ না করায় সমাবর্তনে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তানভিরুল হোসাইন বলেন, ‘সমাবর্তন পাওয়া প্রতিটি শিক্ষার্থীর জন্য গর্বের। সেই সমাবর্তনে ফোকাসে থাকে সমাবর্তনের গেইট কিন্তু সেটাও করা হয় নাই। আমাদের থেকে ৪ হাজার ৫০০ টাকা চাঁদা নেয়া হয়েছে, কিন্তু সেই পরিমাণ প্রাপ্যটা আমরা পায়নি।’
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মুমিন মোহাম্মদ বলেন, 'স্পন্সররা কৃত্রিম গেট করে দিবে বলে তালিকায় দেখেছি কিন্তু ২৬ তারিখের শেষ মুহূর্তেও সেই গেট দেখতে পায়নি যা আমাদেরকে হতাশ করেছে। আমাদের অভিবাবকরাও চিনতে পারছে না কোনটা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। কৃত্রিম গেট করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন গোঁজামিল করবে ভাবতেও পারিনি। এ যেন আই ওয়াশ-ওয়াশ।'
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.আবু তাহের বলেন, ‘কৃত্রিম গেট করার বিষয়ে সদস্য সচিবরা জানে। এসময় তাদের সাথে কথা বলতে বলেন তিনি’'
বিশ্ববিদ্যালয়ের ইভেন্ট ম্যানেজমেন্টের প্যান্ডেল প্রস্তুত ও আসন বিন্যাসের সদস্য সচিব সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন সজিব বলেন, কৃত্রিম গেট করার কোনো দায়িত্ব আমাকে দেয়া হয়নি। যে অবয়বে গেইট করার জন্য বলা হয়েছে আমি সেভাবে করেছি।'
এআই/