ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

প্রাথমিকে ভর্তির হার ৯৭ দশমিক ৭৪ ভাগ: জাকির হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, চলতি বছর দেশে প্রথমিক স্তরে ভর্তির হার ৯৭ দশমিক ৭৪ ভাগ।

সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জাবাবে আজ সংসদে তিনি আরো জানান, সারা দেশে বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুকে ভর্তির জন্য সরকারের পক্ষ থেকে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসাবে তাদেরকে পাঠদানে সম্পৃক্ত করতে ভর্তি করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এর ফলে দেশে বিদ্যালয়ে গমনোপযোগী প্রায় শতভাগ শিশুকে ভর্তির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও বিদ্যালয়ে অবস্থান নিশ্চিত করতে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণসহ ইনক্লুসিভ এডুকেশন এর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

জাকির হোসেন জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর অপর এক প্রশ্নের জবাবে বলেন, চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণ করা সরকারি প্রাথমিক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে যথাক্রমে ২ হাজার ৪শ’ ও ১ হাজার ৫শ’ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নীতকরণের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে।

এসি