ঢাকা, শনিবার   ০৬ জুলাই ২০২৪,   আষাঢ় ২১ ১৪৩১

রাস্তা খুঁড়ে রাখা দু’বছর ধরে, ভোগান্তিতে মানুষ

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:৫৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

রাস্তা খুঁড়ে রাখা গেল দু’বছর ধরে। এখনও হয়নি চলাচলের উপযোগী। খানাখন্দের ভোগান্তিতে নাস্তানাবুদ বাড্ডার পোস্ট অফিস রোড থেকে বালুনদমূখী বিভিন্ন এলাকার লাখো মানুষ। এ রাস্তার সংস্কার হবে কবে তাও জানেন না কেউ। ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত হয়েছে প্রায় এক বছর আগে। গেজেট হবার পর পূর্ব বাড্ডার বাসিন্দারা নিয়মমাফিক করও দিচ্ছেন করপোরেশনকে। কিন্তু যে রাস্তা নিয়ে গেল আড়াই বছর ধরে তারা ভুগছেন যাতায়াত যন্ত্রনায় সেটিই শুধু ঠিক হয়নি। পোস্ট অফিস গলি থেকে বৃহত্তর কবরস্থান হয়ে এ রাস্তা গেছে বালু নদী পর্যন্ত। রাস্তা খুঁড়ে রেখে বাকি অর্ধেক কাজ সমাপ্ত না করেই ফেলে রাখায় ব্যাহত হচ্ছে লাখো মানুষের চলাচল। চলছে না গাড়ি, যাচ্ছে না ভারি যানবাহন। সিটি করপোরেশন নাকি ইউনিয়ন পরিষদ এ রাস্তার অভিভাবক-তা নির্ধারণ না হওয়ায় ভোগান্তিও দূর হচ্ছে না বাড্ডার মানুষের। বিষয়টি এড়িয়ে যান এলাকার সংসদ সদস্য। তবে অবিলম্বে রাস্তা সংস্কার চান এলাকাবাসী।