ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জোহরবারুতে আ’লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার | আপডেট: ১১:০৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মালয়েশিয়া প্রাদেশিক শাখা জোহরবারু কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া জোহরবারু প্রদেশ আওয়ামী লীগ।

স্থানীয় সময় রোববার (২৬ জানুয়ারি) রাতে জোহরবারু হোটেল নিউ ইয়র্কের বলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া জোহরবারু প্রদেশ আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফাহিম প্রধান।

সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম আমিন ও কবি সুমনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা। 

বিশেষ অতিথি মালয়েশিয়া আওয়ামী লীগ কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এস এম আহমেদ। 

বিশেষ বক্তা ছিলেন সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বাবু।  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম এজাজ। 

এছাড়াও বক্তব্য রাখেন- আইন বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ রাজীব, প্রচার সম্পাদক রুবেল রানা, সাস্কৃতিক সম্পাদক সুমন, সহসাধারণ সম্পাদক এমরান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আরজু শেখ জনি, মোহাম্মদ শারফিন, ফরহাদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইসরাফুল আল শামীম, নুরুজ্জামান বেপারী প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের নির্জন কারাগারে বন্দী ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারিএদিনে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। 

তারা বলেন, বঙ্গবন্ধুর ফলে আজ আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি।  বিশ্বের দরবারে মাথা উঁচু করে কথা বলতে পারছি। বঙ্গবন্ধুর ফলে আজ বাংলাদেশকে সবাই একনামে চিনে। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার প্রধানের কারণে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে রোল মডেল হিসাবে পরিচিত বলেও বলেন বক্তরা। 

পরে মোহাম্মদ ফাহিম প্রধানকে সভাপতি, শাহজাহান আলী আহমেদকে সহ-সভাপতি, মোহাম্মদ তরিকুল ইসলাম আমিনকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ শামীম এজাজকে সাংগঠনিক সম্পাদক, আব্বাস আলীকে দপ্তর সম্পাদক, শাকিল দেওয়ানকে কোষাধক্ষ করে জোহর প্রাদেশিক কমিটির আংশিক নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম রেজাউল করিম রেজা।

এআই/