ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

কানাডার মসজিদে হামলার ঘটনায় ফরাসী বংশোদ্ভূত কানাডিয়ান ছাত্রকে অভিযুক্ত

প্রকাশিত : ১১:৫৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:৫৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

  কানাডার কুইবেকে মসজিদে হামলা চালানোর ঘটনায় ফরাসী বংশোদ্ভূত কানাডিয়ান ছাত্রকে অভিযুক্ত করা হয়েছে। তাকে আটকের পর আদালতে হাজির করা হয়। অভিযুক্তের নাম আলেজান্দার বিসোনিত্তি।  তার বিরুদ্ধে ৬ টি অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে একটি হত্যা এবং বাকী ৫ টি হত্যা চেষ্টার অভিযোগ। মসজিদে গুলির পর বিসোনিত্তিকে একটি ব্রিজের উপর তার গাড়ী থেকে আটক করা হয়। বিসোনিত্তি পুলিশকে সহায়তার কথা জানালে তাকে সুনির্দিষ্ট অভিযোগ এনে আদালতে তোলা হয়। বিসোনিত্তি কানাডার লেভাল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। কানাডা গেজেট জানিয়েছে, ফেইসবুকে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পোস্টে লাইক দিত সে। কোন ধরনের উগ্রবাদের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে কানাডার পুলিশ।