বইমেলাকে ঘিরে কোন ধরণের হুঁমকি নেই : ডিএমপি কমিশনার
প্রকাশিত : ০৩:১৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:২০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
মানুষের মৌলিক, নাগরিক ও ধর্মীয় অধিকার হরন হয় এমন বিতর্কিত বই যাতে এবারের গ্রন্থমেলায় আসতে না পারে, সেজন্য নজরদারি করবে পুলিশ । মঙ্গলবার সকালে গ্রন্থমেলার স্থান পরিদর্শনে গিয়ে একথা জানান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। মুক্তমনা লেখক অভিজিৎ হত্যাকান্ডের চার্জশীট শিগগিরই আদালতে জমা দেয়া হবে বলেও জানান তিনি।
বাংলা একাডেমী চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থ মেলার সব ধরনের প্রস্তুতিই প্রায় শেষ। নেয়া হয়েছে নিরাপত্তার সব ব্যবস্থাও। যা পর্যবেক্ষনে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার।
মেলাকে ঘিরে কোন ধরণের হুঁমকি নেই বলে জানান তিনি। মানুষের মৌলিক, নাগরিক ও ধর্মীয় অধিকার হরন হয় এমন বিতর্কিত বই যাতে বই মেলায় না আসে , সেজন্য সার্বক্ষণিক পর্যবেক্ষন করার কথাও বলেন কমিশনার। লেখক -প্রকাশকসহ যে কোন ব্যাক্তি নিরাপত্তা চাইলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।
মুক্তমনা লেখক অভিজিৎ হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে ডিএমপি প্রধান বলেন, শিগগিরই আদালতে চার্জশীট দাখিল করা হবে।
বই মেলার প্রত্যেকটি প্রবেশ পথে আর্চওয়ে থাকবে, প্রবেশের সময় সবার দেহ তল্লাশি করা হবে। এছাড়া, স্পেশাল ব্রাঞ্চ, মহানগর গোয়েন্দা পুলিশ, সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবে বলেও জানান, ডিএমপি কমিশনার।