ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

সাংবাদিক পথিক সাহার মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সাবেক প্রধান প্রতিবেদক পথিক সাহার নবম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জানুয়ারি, বুধবার।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২৯ জানুয়ারি ভোরে রাজধানীর লালমাটিয়ায় এশিয়াটিক কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে মাত্র ৪৫ বছর বয়সে মারা যান।

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী ছাত্রনেতা অকালপ্রয়াত এ সাংবাদিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পথিক সাহা স্মৃতি সংসদ ও তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে তার জন্মস্থান মানিকগঞ্জের গড়পাড়া গাঙ্গুলীনগরের পৈতৃক বাড়িতে গতকাল সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের আয়োজন করা হয়।

আজ দুপুর দেড়টায় শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও আগামী শুক্রবার শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্মরণসভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
এসএ/