ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

পোশাক রফতানি থেকে আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:১৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

দেশের তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় ক্রমেই সক্ষমতা হারাচ্ছে বলে দাবি করেছেন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান। একইসঙ্গে ২০২১ সালের মধ্যে পোশাক রফতানি থেকে ৫০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এসব পরিস্থিতি উত্তরণে অগ্রাধিকারভিত্তিতে ঢাকা ও চট্টগ্রামের কাছাকাছি নতুন দুটি শিল্পাঞ্চল প্রতিষ্ঠার দাবি জানান বিজিএমইএ সভাপতি। তৈরি পোশাক শিল্পের বিদ্যমান পরিস্থিতি অবহিত করতেই বিজিএমইএর এই সংবাদ সম্মেলন। সংগঠনটির সভাপতি জানান, চলতি অর্থবছরে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৩৭ শতাংশ। ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবছর ১২ দশমিক ২৫ শতাংশ হারে রফতানি আয় বাড়াতে হবে বলে মত বিজিএমইএ’র। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পোশাকের দরপতন ও প্রতিযোগী দেশগুলোর মুদ্রার তুলনায় বাংলাদেশি টাকা শক্তিশালী হওয়ার নেতিবাচক প্রভাব তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। পোশাক শিল্পের মালিকরা পণ্য রফতানির আয় দেশে না এনে বিদেশে রাখছেন; সম্প্রতি এনবিআর চেয়ারম্যানের এমন বক্তব্যে দুঃখজনক বলেও মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি।