ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১০ ১৪৩১

পুলিশের ভালো কাজগুলো তুলে ধরুন : আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ০৭:৫৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার

পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী বলেন, আপনারা আমাদের সাহায্য করুন আমরা মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই। আমাদের ভালো কাজগুলো  আপনারা তুলে ধরুন।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এসময় আইজিপি, পুলিশের ভালো কাজ জনসম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেছেন,আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভালো কাজগুলো আপনারা তুলে ধরুন, জনসম্পৃক্ত যে কাজগুলো এগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দিবেন, আপনারা সমাজের দর্পণ আপনাদের মাধ্যমেই কিন্তু ভালো এবং মন্দ সমাজের কাছে প্রতিভাত হয়। আমাদের যদি সমালোচনা থাকে সেটাও করবেন, ভাল দিক গুলো যেমন তুলে ধরবেন, তেমনি যদি আমার কোনো সদস্য অন্যায় করে থাকে তাকেও শোধরানোর জন্য সে বিষয়টি আমাদের গোচরে নিয়ে আসবেন। যাতে আমরা চেষ্টা করতে পারি তাকে সুযোগ দেয়ার । যদি সে না শোধরায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেটিও যাতে আমরা করতে পারি। আপনারা আমাদের সাহায্য করুন আমরা সত্যিই মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই। 

আইজিপি আরও বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ২০৪১ সালে আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি সে উন্নত বাংলাদেশের আমরাই হবো উন্নত পুলিশ।
 
গাজীপুর পুলিশ লাইন্স আযয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।

এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার আনোয়ার হোসেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামসহ ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

কেআই/আরকে