ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

সাংবাদিক মিথুন মাহফুজ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ১২:১৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন- সংগৃহীত

সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন- সংগৃহীত

দৈনিক আমাদের সময়ের সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান তিনি। 

মিথুন মাহফুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই লতিফুর রহমান রিপন। তারা দুই ভাই রাজধানীর মহানগর প্রজেক্টে এক সঙ্গে থাকতেন। তাদের পরিবার দেশের বাড়ি থাকত। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। 

লতিফুর রহমান বলেন, ‘সকাল ৮টা পর্যন্ত ভাইয়ের সঙ্গে কথা বলেছি। হঠাৎ ৯টার দিকে দেখি ভাই কথা বলছে না। পরে অ্যাম্বুলেন্সে করে ১০টা ২০ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

মাহফুজুর রহমান মিথুনের প্রথম জানাজা তেজগাঁও শিল্প এলাকায় দৈনিক আমাদের সময়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 
এমএস/