হিলিতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
হিলি সংবাদদাতা
প্রকাশিত : ০২:২১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’- এ প্রতিপাদ্যে দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, কৃষি অফিসার শামীমা নাজনীন, ভেটেনারি সার্জন রতন কুমার, হিলি স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের প্যাথলোজিষ্ট মাহমুদুল হাসান, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদরুল ইসলামসহ অনেকে।
সভায় বক্তারা কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য ও বিক্রেতাদের নিরাপদ খাদ্য বিক্রির পরামর্শ প্রদান করেন। সেই সাথে অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে মানুষের কি ধরনের রোগের সম্মুখীন হতে হয় সেসব বিষয় তুলে ধরেন।
এআই/