ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

তাহিরপুরে তরমুজের বাম্পার ফলন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার | আপডেট: ০৩:২৯ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

সুনামগঞ্জের তাহিরপুরে এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। উন্নতমানের বীজ ও সেচ সুবিধা বাড়লে তরমুজ উৎপাদন আরও বেশি হবে বলে আশা কৃষকদের। তবে যোগাযোগ ব্যবস্থার কারণে কম দাম পাচ্ছেন চাষিরা।

জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলির পূর্বে বুড়বুরিয়ার হাওরে ৫০ একর অনাবাদি জমিতে এবার তরমুজের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৪ হাজার মেট্টিক টন। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় কয়েক বছরের তুলনায় এবার তরমুজের ফলন ভাল হয়েছে। এছাড়াও জেলার বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জমিতে প্রতিবছর তরমুজ চাষ করা হয়। তবে ফলন ভালো হলেও যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় কৃষকদেরকে কম দামে তরমুজ বিক্রি করতে হচ্ছে পাইকারদের কাছে।

কৃষি অফিস ভালো বীজ সরবরাহ, সেচ সুবিধা ও পরামর্শ  দিলে তরমুজের উৎপাদন দ্বিগুন হবে বলে জানান কৃষকরা। এতে তরমুজ চাষের জমির পরিমাণ বৃদ্ধি পাবে।

এ ব্যাপারে তরমুজ চাষি তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন জানান, ‘চলতি বছর তরমুজ চাষে প্রায় ৫শ শ্রমিক ৪ থেকে ৫শ টাকা মজুরিতে কাজ করছেন। তবে সময় মতো বীজ না পাওয়ায় তরমুজ উৎপাদন ও বাজারজাতকরণে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তবে সরকার যদি এ বিষয়ে দৃষ্টি দেন তাহলে এই অঞ্চলের মানুষের মাঝে তরমুজ চাষে ইতিবাচক সাড়া মিলবে। প্রতি বিঘায় তরমুজ চাষ করতে ৩০ থেকে ৪০ হজার টাকার খরচ হয় এবং প্রতি বিঘার তরমুজ বিক্রি হয় দেড় থেকে দু’লাখ টাকা।

এআই/