ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

যবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে গিয়ে ২ জন শ্রমিক আহত হয়েছে। ২ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে নির্মাণাধীন শেখ রাসেল জিমনেশিয়াম ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে তারা আহত হন। আহতরা হলেন ঢাকার আরশাদুল শেখ, মুন্সিগঞ্জের সাইম আহমেদ। 

আহতের সবাইকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের সবাই আশঙ্কা মুক্ত আছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল।

বাংলাদেশে নির্মান শ্রমিকদের কাজ করার ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে সেখানে সেফটি গার্ড, হেলমেট, পায়ে বুট বা শক্ত জুতা, নাকে-মুখে মাস্কসহ নানা ব্যক্তিগত সুরক্ষাদ্রব্য এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও এর কোনো কিছু না মেনেই কাজ করানো হচ্ছে এ বহুতল বিশিষ্ট ভবনটি নির্মাণের ক্ষেত্রে।

বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবন নির্মাণে শ্রমিকদের সুরক্ষাহীনভাবে কাজ করানো হচ্ছে, এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, যেকোনো নির্মাণকাজে শ্রমিক ও অন্যান্যদের নিরাপত্তা প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের। আমরা সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে জানাবো তারা যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।

বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের পাশ ঘেষে এ নির্মাণাধীন ভবনটির পাশ দিয়েই প্রতিদিন যাতায়াত করেন হাজরো শিক্ষার্থী। কোনো বড় ধরনের  দুর্ঘটনা ঘটার আগেই ব্যাবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনটায় মনে করেন সাধারণ শিক্ষার্থীরা।

কেআই/আরকে