বাংলা একাডেমি পুরস্কার পেলেন যারা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার | আপডেট: ০৯:০৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯ নিচ্ছেন ফারুক মঈনউদ্দীন
সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯ পেলেন দেশের ১০ জন খ্যাতিমান সাহিত্যিক। রোববার (২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলা উদ্বোধনের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে গত ২৩ জানুয়ারি বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- ওয়াসি আহমেদ (কথা সাহিত্য), মাকিদ হায়দার (কবিতা), স্বরোচিষ সরকার (প্রবন্ধ), খায়রুল আলম সবুজ (অনুবাদ), ফারুক মঈনউদ্দীন (আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী), রতন সিদ্দিকী (নাটক), নাদিরা মজুমদার (বিজ্ঞান/কল্পবিজ্ঞান), রহীম শাহ (শিশুসাহিত্য), সাইমন জাকারিয়া (ফোকলোর) এবং রফিকুল ইসলাম (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা)।
প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯ নিচ্ছেন রহীম শাহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকেরই হাতে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও ৩ লাখ করে টাকা তুলে দেন।
এনএস/