ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

মুজিব বর্ষে ১০০ ডাকটিকিট প্রকাশ করবে ডাক অধিদফতর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১০০টি স্মারক ডাকটিকিট প্রকাশ করবে ডাক অধিদফতর।

এছাড়া একটি ডিজিটাল টকিং স্ট্যাম্পও প্রকাশ করবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে এই টকিং স্ট্যাম্প হবে একটি বিশেষায়িত ডাকটিকিট, যা স্পর্শ করলে বঙ্গবন্ধুর ভাষণের উল্লেখযোগ্য অংশ শোনা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্ট্যাম্প অবমুক্ত করবেন।

অধিদফতর সূত্র জানায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা ও স্বাক্ষর সংবলিত পোস্টকার্ড ৯৮৮৬টি পোস্ট অফিসের মাধ্যমে দেশের চার কোটি পরিবারে প্রেরণ করা হবে।

কর্মসূচির আওতায় খুলনায় ‘বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম’ স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে বাংলাদেশ ফিলাটেলিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক স্ট্যাম্প এক্সিবিশনের আয়োজন করা হবে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত সব ডাকটিকিট নিয়ে একটি অ্যালবামও প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সার্বিক আয়োজন বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ১০০টি ডাকটিকিটে ব্যবহৃত ছবির মধ্যে অনেক বিরল ছবিও স্থান পাবে, যা দেশ-বিদেশে বিশেষভাবে সমাদৃত হবে। আর ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরসহ বিশেষ বিশেষ দিনে এগুলো অবমুক্ত করা হবে।

এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে বঙ্গবন্ধু কর্নার চালু করা হবে। মুজিববর্ষের জন্য এগুলো ছাড়াও আগামী দিনে আয়োজন আরও বৃদ্ধি করা হবে।