ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার | আপডেট: ০৪:৪২ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য ‍সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৫০৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৪১ কোটি ৬৭ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৬৪ কোটি ৬৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে  ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হল- লাফার্জ হোলসিম বাংলাদেশ, কেপিসিএল, সামিট পাওয়ার, বিএসসি,  গ্রামীণ ফোন, রিং সাইন, এডিএন টেলিকম, স্কয়ার ফার্মা, এসএস স্টিল ও বিবিএস ক্যাবলস।  

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হল- ড্রাগন সোয়েটার, তিতাস গ্যাস, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, এডভেন্ট ফার্মা, ইবিএল ফার্স্ট মিঃ ফাঃ, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল, আমান কটন, ফু-ওয়াং ফুড ও প্যাসিফিক ডেনিমস। 

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হল- ইউনাইটেড এয়ার, ফু-ওয়াং সিরামিক,  লাফার্জ হোলসিম বাংলাদেশ, গোল্ডেন সন, শ্যামপুর সুগার, সানলাইফ ইন্সুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিঃ ফাঃ, ঢাকা ইন্সুরেন্স ও এফএএস ফাইন্যান্স। 

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭১৪ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরকে//