ভাইরাস নিয়ে ভয়-ভীতি ছড়াচ্ছে আমেরিকা: চীন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
করোনা ভাইরাস সম্পর্কে গোটা বিশ্বে অতিরিক্ত ভয়-ভীতি ছড়িয়ে দিচ্ছে আমেরিকা বলে অভিযোগ করেছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিন্গ বলেছেন, আমেরিকা করোনা ভাইরাস সম্পর্কে ব্যাপক ভয়-ভীতি ছড়িয়ে দিচ্ছে, কিন্তু দেশটি এখন পর্যন্ত পরিস্থিতি মোকাবেলায় উল্লেখযোগ্য কোনো সহযোগিতা করেনি।
তিনি আরও বলেন, আমরা আশা করছি আন্তর্জাতিক সমাজ এ বিষয়ে গঠনমূলক আচরণ করবে এবং বিজ্ঞান ভিত্তিক তথ্যের ওপর নির্ভর করবে।
এর আগেও চীন আমেরিকার কর্মকর্তাদের নানা বক্তব্যের সমালোচনা করে এ ক্ষেত্রে মার্কিন আচরণের নিন্দা জানিয়েছে। বেইজিং বলেছে, আমেরিকা এই ভাইরাস মোকাবেলায় চীনের ভূমিকার সমালোচনা করেছে যা অন্যায় এবং এ ধরণের আচরণ সদিচ্ছার নিদর্শন নয়।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী বলেছেন, চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আমেরিকায় বিনিয়োগ এবং চাকরির ক্ষেত্র ফিরে আসবে।
এসি