ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

একাত্তরে উত্তপ্ত হতে থাকে রাজনীতির ময়দান, প্রকম্পিত হয় রাজপথ

প্রকাশিত : ০৯:০১ এএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০১ এএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

একাত্তরে যতই উত্তপ্ত হতে থাকে রাজনীতির ময়দান, মিছিল শ্লোগানে ততই প্রকম্পিত হয় রাজপথ। শব্দ আর ছন্দের অপূর্ব মিশেলের সেসব শ্লোগান বেগবান করে স্বাধীনতার আন্দোলন। অস্ত্র ধরে দেশ স্বাধীন করার যে আহ্বান উচ্চারিত হয়েছিলো মিছিলের প্রতিটি কণ্ঠে, সে কণ্ঠেই পিন্ডি ও ঢাকার প্রশ্নে, ধ্বনিত হয়েছিলো ঢাকাকে নিজের ঠিকানা করার। স্বাধীনতার এতো বছর পরও সেসব শ্লোগান শিহরণ জাগায় প্রতিটি বাঙালী হৃদয়ে। বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রামে, শুরু থেকেই জনপ্রিয় শ্লোগান, জয় বাংলা। তবে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণও যখন জয় বাংলা ধ্বনিতে শেষ হয়, তখন স্ফুলিঙ্গের মতো তা ছড়িয়ে পড়ে, গোটা বাংলায়। একাত্তরের রণহুঙ্কারে পরিণত হয় জয় বাংলা। শুধু কি জয় বাংলা, অগ্নিঝরা মার্চের অসহযোগ আন্দোলনে, রাজপথের মিছিলে ছুটে চলা মানুষের মুখে মুখে উচ্চারিত হয় অসংখ্য শ্লোগান। বীর বাঙালিকে অস্ত্র ধরার, দেশ স্বাধীন করার আকুল আহ্বান প্রতিটি বাঙালি প্রাণে আনে নতুন স্পন্দন। এমন রুদ্রধ্বনি পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে জোগায় প্রাণের প্রণোদনা। শ্লোগানে শ্লোগানেই পৃথিবীর বুকে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব ঘোষণা করে মুক্তিকামী মানুষ। পিন্ডির পরিবর্তে ঢাকাকেই নিজের ঠিকানা করার রায় দেয় কোটি জনতা। মুক্তির মিছিলের সেসব শ্লোগান আজো আন্দোলিত করে বাঙালী হৃদয়, সাহস জোগায় এগিয়ে চলার।