ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বাগেরহাটে ১০ লাখ পাইস্যা পোনা জব্দ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

বাগেরহাটে আহরণ নিষিদ্ধ প্রায় ১০ লাখ পাইস্যা পোনা জব্দ করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সকালে মোরেলগঞ্জের পানগুছি নদীতে অভিযান চালিয়ে এসব পোনা জব্দ করা হয়।

এ সময় আহরণ নিষিদ্ধ পাইস্যা পোনা ধরার অপরাধে ট্রলারসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রলার চালক শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের মনিরুজ্জামানসহ জেলেদের ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। 

মোরেলগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জব্দকৃত পাইস্যা পোনা নদীতে অবমুক্ত করা হয়। একইসঙ্গে ট্রলারে থাকা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুল হাকিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকালে পানগুছি নদীতে অভিযান চালিয়ে ৭ জেলেসহ একটি ট্রলার আটক করা হয়। এ সময় ট্রলার থেকে ১০ লাখ পাইস্যা পোনা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জেলেদের জরিমানা ও পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।’

এআই/