কুড়িগ্রামে বালু সংকটে বন্ধ শত কোটি টাকার কাজ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
কুড়িগ্রামে বালুর তীব্র সংকটে রাজারহাটে এলজিডি, এডিপি ও এলজিএসপিসহ বিভিন্ন প্রকল্পের প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ বন্ধ রেখেছেন ঠিকাদাররা। এছাড়া রাস্তা পাকাকরণের জন্য নতুন টেন্ডারকৃত রাস্তাগুলোর ওয়ার্ক পারমিট হলেও বালু সংকটের কারণে বক্স কার্টিং করতে পারছেন না তারা। এতে রাজারহাট উপজেলাজুড়ে সরকারের উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার বিদ্যানন্দ ইউপির বিজলী বাজার থেকে কালিরহাট বাজার পর্যন্ত ১ কোটি ৬০ লাখ টাকার ১ হাজার ৫০০ মিটার, প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হাসেমের বাড়ি পাশ থেকে কালিরহাট পর্যন্ত ৫০০ মিটার, চাকিপশার ইউপির ফুলখাঁর চাকলা বাজার পাকার মাথা হতে সাকোয়া (উ.বি) পর্যন্ত ১ হাজার ৭৫০ মিটার, মিলেরপাড় বাজার থেকে ফুলখাঁর চাকলা পর্যন্ত ১ হাজার ৩০০ মিটার, লালের তেপোতি থেকে জাকিরের বাড়ি পর্যন্ত ১ হাজার ৩৫০ মিটার, রাজারহাট রেলগেট বটতলা বাজার থেকে চাকিপশার হাফেজিয়া মাদরাসা পর্যন্ত ২ হাজার ২৫০ মিটার, উমরমজিদ ইউপির বটতলী বাজার হতে জোড়সয়রা ২ হাজার ৭৫০ মিটার, ফরকেরহাট ফেডারেশন পাকার মাথা থেকে পাঁচপীর রোড পর্যন্ত ১ হাজার ৭৮০ মিটার, রাজারহাট সদর ইউপির চেয়ারম্যান এনামুল হকের বাড়ি সামনে থেকে পুনকর মৌজার বটতলা পর্যন্ত ১ হাজার ৭২ মিটার, পুনকর মৌজার শিমুলতলা থেকে ভাটারপাড় পর্যন্ত ৯৩৫ মিটার, আজগারের বাড়ি থেকে কাঠমিস্ত্রি বক্করের বাড়ি পর্যন্ত ৩৮৫ মিটার পাকা রাস্তার কাজ বালু সংকটের কারণে বন্ধ রেখেছেন ঠিকাদাররা।
ঠিকাদার খাইরুল এন্টারপ্রাইজের ম্যানেজার মো. সিরাজুল ইসলাম (সিরাজ) বলেন, ‘৭ থেকে ৮ মাস আগে রাস্তা পাকাকরণের জন্য বক্স কার্টিং করে রেখেছি, বালু সংকটের কারণে রাস্তার ফিলিং করতে পারছি না। তাই কাজ বন্ধ রেখেছি ‘
আরেক ঠিকাদার শফিকুল ইসলাম বলেন, ‘রাজারহাট থেকে চিলমারীর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার, সেখান থেকে বালু এনে কাজ করা প্রায় অসম্ভব। তাই রাস্তার কাজ বন্ধ রেখেছি।’
রাজারহাট উপজেলা প্রকৌশলী আবু তাহের মো. শফি উল্ল্যাহ বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই। আপনারা উপজেলায় সর্বত্র থাকেন সবই জানেন এবং বুঝেন। তাই, এ ব্যাপারে নতুন করে আর বলার কি আছে!’
এ ব্যাপারে জানতে চাইলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা. যোবায়ের হোসেন বলেন, ‘আমি চাই ঠিকাদাররা বৈধভাবে বালু সংগ্রহ করে সরকারের উন্নয়নমূলক কাজগুলো অব্যাহত রাখুক। আইনগতভাবে অবৈধ বালু উত্তোলন করার কোন সুযোগ নেই।’
এআই/