ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

একুশে বইমেলায় শিশুসাহিত্যিক সাজিদ মোহনের `তুমি তখন ফড়িং ছিল`

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৫:২৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা-২০২০ শুরু হয়েছে। প্রতিবছরের ন্যায় এ মেলায় সহস্রাধিক বই প্রকাশিত হয়। নতুন নতুন বইয়ের গন্ধে পুলকিত হয় পাঠকের মন।

২০২০ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ইউনিসেফ মীনা মিডিয়া এ্যাওয়ার্ড প্রাপ্ত শিশুসাহিত্যিক সাজিদ মোহনের অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার ২০১৯ প্রাপ্ত কিশোরকবিতাগ্রন্থ ‘তুমি তখন ফড়িং ছিলে’। বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশনী। চাররঙা কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন মোমিন উদ্দীন খালেদ। ভেতরের অলংকরণ করেছেন দেলোয়ার রিপন। বইটিতে শিশু কিশোরদের উপযোগী ২২টি কবিতা রয়েছে। বইটির দাম রাখা হয়েছে ১৬০ টাকা।

‘তুমি তখন ফড়িং ছিলে’ সাজিদ মোহনের তৃতীয় গ্রন্থ। তাঁর অন্য বইগুলো হচ্ছে ‘অবাক করা দেশে’, ও ‘কিশোরকবিতাঃ প্রতিচিন্তা’।

নতুন বই সম্পর্ক সাজিদ মোহন বলেন, কিশোর মনের চাওয়া পাওয়া, জীবন যাপন, কল্পনা, স্বপ্ন, স্বপ্নভঙ্গ এবং তাদের ব্যক্তিগত পৃথিবী সম্পর্কে একটি সংক্ষিপ্ত  ধারণা আছে এই বইতে। আশা করি তাদের ভালো লাগবে কবিতাগুলো।

কেআই/এসি