ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বাংলাদেশে উবার ব্যবহারের বার্ষিক তথ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার | আপডেট: ০৫:৩০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

বিশ্বের সবচেয়ে বড় অন-ডিমান্ড রাইডশেয়ারিং কোম্পানি উবার। সম্প্রতি তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে গত বছর বাংলাদেশের উবার ব্যবহারকারীরা কীভাবে চলাফেরা করেছেন বিস্তারিত উঠে এসেছে। 

প্রতিবেদনে দেখানো হয়েছে কেন উবার বাংলাদেশে জনপ্রিয়, উবার ব্যবহারকারীরা কোন আন্তর্জাতিক ও স্থানীয় গন্তব্যে সবচেয়ে বেশি যাতায়াত করেছেন এবং বাংলাদেশে সবচেয়ে পছন্দের তারিখ ও সময় কোনটি।

যাত্রীদের মতামত এবং উবারের ডেটা বিশ্লেষণ করার মাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনের মাধ্যমে সময়ের সাথে সাথে বাংলাদেশে রাইডশেয়ারিংয়ের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের জন্য আধুনিক শহর গড়ার পদক্ষেপগুলোও উঠে এসেছে।

২০১৯ সালে বাংলাদেশের উবার ব্যবহারকারীদের জন্য তিনটি জনপ্রিয় গন্তব্যস্থল ছিল– গুলশান ১, যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। উবারে সবচেয়ে বেশিসংখ্যক ট্রিপ হয় বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত।

এই প্রতিবেদন সম্পর্কে উবারের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রধান প্রভজিৎ সিং বলেন, ‘২০১৯ সালে বাংলাদেশের গতিশীলতা কেমন ছিল দেশবাসীকে জানাতে পেরে আমরা আনন্দিত। দেখে ভালো লাগছে, আমাদের অনেক রকম মোবিলিটি সল্যুশনের যে লক্ষ্য তা বাংলাদেশের যাত্রীদের প্রতিদিনের জীবনের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে এবং তারা আমাদের বেশ কিছু সহজলভ্য, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী অফার গ্রহণ করছেন। ২০২০ এবং পরবর্তী সময়েও আমরা যাত্রীদের নিরবচ্ছিন্ন যাতায়াত সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উবারের ২০১৯ সালের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো: দেশে জনপ্রিয় ৫টি গন্তব্যস্থল- রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট এবং বাস স্টপ বাদে গুলশান-১, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং গুলশান-২। 

গত বছর বাংলাদেশে উবারের সবচেয়ে জনপ্রিয় দুটি প্রোডাক্ট হলো মোটো এবং উবারএক্স। এছাড়াও প্রতিবেদন বলছে, ডিসেম্বরের ৫, ৮, ১২, ১৫, ১৯ তারিখ, নভেম্বরের ২৮ তারিখ গ্রাহক সবচেয়ে বেশি উবার ব্যবহার করেছেন। 

প্রতিবেদন অনুযায়ী উবার রাইডের জন্য সবচেয়ে জনপ্রিয় মাস হলো জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। বাংলাদেশের উবার চালকদের জন্য ব্যস্ততম সময় সন্ধ্যা ৭টা, বিকাল ৫টা, বিকাল ৬টা, রাত ৮টা এবং বিকাল ৪টা। বাংলাদেশি উবার ব্যবহারকারীদের জন্য ৩টি আন্তর্জাতিক গন্তব্যস্থল হলো কলকাতা, দিল্লী এবং চেন্নাই। 

আরকে//